বিভাগীয় প্রতিনিধি( ময়মনসিংহ)
ডিসির কাছ থেকে লিজ নেওয়া বাড়ী মেরামতের অনুমতি নিয়ে এভাবে নিশ্চিহ্ন করে একটি চক্র অর্পিত সম্পত্তি দখল করে নিচ্ছে। কোন রকম সরকারি টেন্ডার আহ্বান ছাড়াই লিজ গ্রহিতা গংরা ময়মনসিংহের জমিদার বাড়ীগুলো ভেঙে নিজের মত করে বাসা বানানো সহ জমি হাতিয়ে নিচ্ছে অন্য দিকে এই জমিদার বাড়ীগুলোতে বড় বড় লোহার পাটাতন, পিলার জানালা দরজা বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। একজন জেলা প্রশাসক কি পারেন লিজে দেওয়া বাড়ী ভাঙ্গার অনুমতি দিতে কোন প্রকার দরপত্র আহ্বান ছাড়াই? খোজ নিয়ে জানা যায় পূর্বের লিজ গ্রহিতার কাছে সরকার ৩,৫০, ০০০ টাকা পাওনা হলে তিনি তা পরিশোধ করতে অপারক হওয়ায় সরকারি চাকুরী জীবি একটা চক্র তড়িঘড়ি করে সেই টাকা পরিশোধ করে কোন প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই সমস্ত কাজ পত্র রেডি করে জেলা প্রশাসক ও স্থানীয় নেতা ও সাংবাদিকদের ম্যানেজ করে এই অর্পিত সম্পত্তি টি নিজেদের নামে করিয়ে নিয়েছেন এবং রাতারাতি পুরোনো জমিদার বাড়ীটি ভেঙে এর যাবতীয় মূল্যবান জিনিস পত্রও তছরুপ করেছেন। ।এই লিজ পক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে ময়মনসিংহ সিটিবাসীর মধ্যে নানা রকম আপত্তির গুঞ্জন
চলমান।
বি.দ্র. এ ব্যাপারে জনতার দেশ এর অনুসন্ধান অব্যাহত আছে।