হুমায়ুন কবির
গাংনী, মেহেরপুর প্রতি নিধি।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের (সাধারণ সম্পাদক) ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ( সাবেক) এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে ১০টার দিকে গাংনী শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশের একটি দল।
তিনি গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আগষ্ট পরবর্তী তিনি চেয়ারম্যান থেকে অপসারণ হন।
জানা যায় এম এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর আটক হয়েছিলেন এম এ খালেক। জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই বসবাস করছিলেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে সে বিষয়ে পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.