হবিগন্জ প্রতিনিধিঃ– 🌱
International Youth Change Maker (IYCM)-এর উদ্যোগে ইকরা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জে সফলভাবে অনুষ্ঠিIYCMত হলো জলবায়ু পরিবর্তন সচেতনতামূলক ক্যাম্পেইন! 💚
ক্যাম্পেইনটি পরিচালনা করেন চেইঞ্জ মেকার খালিদ হাসান।
এই ক্যাম্পেইনে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং করণীয় পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি, পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
🌱 আমাদের পৃথিবী, আমাদের দায়িত্ব! 🌏 আসুন, সকলে মিলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি এবং পরিবেশ রক্ষায়আসি।