👤মো: হুমায়ুন কবির জগন্নাথপুর( সুনামগঞ্জ) :-
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী।
আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশ্ববর্তী রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান চালিয়ে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার দেশীয় মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।
এ সময় সেনা সদস্যরা মাদক ব্যবসায় জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক সহ জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিরা রানীগঞ্জ বাজারের একটি লাইসেন্স দিয়ে রানীনগর গ্রামের মসজিদে পাশে মদ বিক্রয় করতেন। এতে এলাকার ধর্মপ্রান মুসল্লিসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছিল। এমন সংবাদের ভিত্তিতে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.