ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) কে রবিবার রাত ৮ টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম তাকে স্ত্রী তানজিলা অন্তরসহ স্বজনদের কাছে তাকে হস্তান্তর করেন।
এর আগে নিখোঁজের ৫৪ ঘন্টা পরে রবিবার ভোরে পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গির চর থেকে উদ্ধার করে । পরে রবিবার বিকালে পটুয়াখালীর পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন। সন্ধ্যায় অন্তরকে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।
অন্তর জানান, বৃহস্পতিবার রাতে কলাপাড়া শহর থেকে লোন্দা গ্রামের বাড়িতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোযোগে কয়েকজন লোক মোটরসাইকেলের পাশে চাপিয়ে গাড়িতে তুলে নেয়। পরে ঢাকায় নেয়ার পথে ভাঙ্গায় মহাসড়কের পাশে মুখ বেধে ফেলে রাখে। ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় বন্ধুর বাসায় অবস্থান করেন অন্তর। কিন্তু কেন স্ত্রী স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি- এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।
উল্লেখ্য, কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে তিনি লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। তাকে উদ্ধারের দাবিতে স্বজনরা টানা তিনদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। অন্তরকে কাছে পেয়ে স্ত্রী স্বজনরা শুকরিয়া আদায় করেছেন।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, রবিবার রাতে অন্তর কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.