কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য চাল-ডাল ও তেলসহ আটক নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় কেন্দুয়া থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় আটক আবুল হাসেম ভূঁইয়াকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৪ অক্টোবর) সকালে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূঁইয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, প্রতারণা করে কৌশলে টিসিবির পণ্য নিয়ে গিয়ে আত্মসাৎ করার লক্ষ্যে নিজ বাড়িতে মজুদ রাখার অপরাধে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে আবুল হাসেম ভূঁইয়ার নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামী আবুল হাসেম ভূঁইয়াকে শুক্রবার সকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ওসি।
তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহবায়ক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.