ইয়ামিন হোসেন ( চরফ্যাশন প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঈদের কেনাকাটা করতে এসে একটি দোকানে মোবাইলে চার্জ দিতে গিয়ে ধ র্ষ ণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। এ ঘটনায় অভিযুক্ত এক বিএনপি নেতার ভাইকে গ্রে ফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় শশীভূষণ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) দুপুরে ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দোকান মালিক সুমন, তার সহযোগী রফিকুল ইসলাম ও মো. স্বাধীনসহ তিন জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে রফিকুলকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই। অপর দুই আসামি সুমন একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও স্বাধীন ওই ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসে কিশোরী। কেনাকাটার একপর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে সুমনের দোকানে চার্জ দিতে যান। সুমন কিশোরীকে তার দোকানের পেছনে শয়নকক্ষে ফোন চার্জ দিতে বলে। কিশোরী ওখানে বসেই ফোন চার্জ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর রফিকুল ও স্বাধীন দোকানের পেছনে যায়। রফিকুল তার সহযোগী স্বাধীনকে সেখানে পাহারায় রেখে কিশোরীকে ধ র্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও যুবকরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সুযোগে সুমন ও স্বাধীন পলিয়ে যায়। তবে অভিযুক্ত রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে জানতে শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ‘ভুক্তভোগী কিশোরী মামলা করেছে। ঘটনায় জড়িত রফিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.