♦শেখ ফরিদ ( লক্ষীপুর প্রতিনিধি)
লক্ষ্মীপুর রায়পুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ের নাইট গার্ড ও ঝাড়ুদার সোহেল বেপরোয়া ঘুষ বাণিজ্যে মেতে উঠেছেন। জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকদের অভিযোগ ঘুষ ছাড়া এ অফিসে দলিল নড়ে না। জমি রেজিস্ট্রেশন করতে দিতে হয় অতিরিক্ত টাকা। এ টাকা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বণ্টন হয়ে যায়। টাকা না দিলে দলিলে ইচ্ছে করে ভুল করা কিংবা দলিল আটকে রেখে হয়রানির ঘটনাও ঘটে।
সামান্য একজন ঝাড়ুদারের হাতে একটি সাব- রেজিস্ট্রি
অফিস জিম্মি হয়ে পড়ায় দলিল লেখক সমিতি সহ
পরিষেবা নিতে আসা জমির ত্রেতা- বিক্রেতা খুবই উদ্বিগ্ন।
কার ইশারা ইঙ্গিতে ঝাড়ুদার সোহেল ঘুষ বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠেছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন
ভুক্তভোগী মহল। এ বিষয়টিকে কেন্দ্র করে সমগ্র জেলাব্যাপী আলোচনা- সমালোচনার ঝড় বইছে।অভিযুক্ত ব্যক্তি সোহেল এর লাগামহীন ঘুষ বাণিজ্যে
অতিষ্ঠ হয়ে দলিল লেখক সমিতি ও ভুক্তভোগীদের পক্ষে
এডভোকেট সালাহউদ্দিন রিগান,ভূমি সচিব,আইন ও
বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন গণ মাধ্যম সহ ৯টি
দপ্তরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে
জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.