আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অবৈধভাবে আনা ৩শত বস্তা ইউরিয়া সার মজুদ করায় মা বীজ ভাণ্ডার নামে এক খুচরা সার ডিলার প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে অবৈধভাবে সার মজুত পাওয়ার প্রমাণ পাওয়ায় ডিলারকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে এলাকার সাধারণ কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান বলেন, সারের অবৈধ মজুদ ও বেশী দামে সার বিক্রি রোধে উপজেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার ব্যবসায়ী মা বীজ ভান্ডারের মালিক কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গৌরীপুর উপজেলায় সারের কোনো সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাকিবুল ইসলাম উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.