আনোয়ার হোসেন শাহীন ব্যরো চীফ ময়মনসিংহ ঃ
ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সভাপতি শামছুল হক ভিপি শামছুল হক অসুস্থ।
পারিবারিক সুত্রে জানা গেছে,গত ২ মাস যাবৎ ডায়াবেটিস ও প্রস্রাব ইনফেকশন সহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
ভিপি সামছুল হক শামুছুর আশু সুস্থতা
কামনায় মঙ্গলবার বাদ আসর গৌরীপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্দ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করে।
ময়মনসিংহ জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও
সিনিয়র যুগ্মসাধারন সম্পাদক কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌফিকুল ইসলাম,সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্টিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন,ইলিয়াছ উদ্দিন মৃধা,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার,ফারুক আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার,আঃ রাশিদ, সাদেক মিয়া, উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফেরদৌস মিয়া,সিদ্দিক মিয়া, মোঃ তুহিন, যুবদল নেতা জহিরুল ইসলাম,সোহেল রানা,সাহেব আলী,শাহ আনোয়ার, মিলন, শমসের,মাসুদ মিয়া রফিকুল আইনুল হক বাবুল,মাসুদ রানা,এম এ শাহজাহান, মোজাম্মেল হক রাসেল, জুয়েল,রোকন, বদরুজ্জামান, নাসিম, মজনু, নুরুজ্জামান, তাইজুল, ফজলু ফকির,ছাত্রদল নেতা বাশার আকন্দ, জাহাঙ্গীর হোসেন মিলন, রিশাদ,এম এ রাছেল প্রমুখ।এ ছাড়া সাবেক যুবদল নেতা মরহুম তাইজউদ্দিন ভাইয়ের রুহের মাগফেরাত সহ অসুস্ত যুবদল নেতা নাসিম ও মজনুর জন্য দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন যুবনেতা সাহেব আলী।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.