👤আনোয়ার হোসেন শাহীন ( ময়মনসিংহ ব্যুরো চীফ)
ময়মনসিংহের গৌরীপুর (রবিবার) উপজেলার লামাপাড়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্বসাৎ এর অভিযোগ উঠেছে।
মাদ্রাসা সুপার মাকসুদুল জাহান মোঃ নুহু মিয়া বিগত ২০১৭ নিয়োগ হয়ে বিভিন্ন খাতের আয় ব্যায় কোন হিসাব নিকাশ তোয়াক্কা করেন নি।
২০২২-২৩ অর্থ বছরে এসইডিপি আওতাভুক্ত পি বি জি এস আই প্রকল্পের প্রণোদনা বাবৎ পাঁচ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে ময়মনসিংহের ছোট বাজার শাখায় মাদ্রাসার একাউন্টে জমা হয়।
বরাদ্দকৃত টাকার মধ্যে মাদ্রাসায় প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবৎ ৫০ হাজার টাকা,
২০২১-২২ অর্থ বছরে বই বিক্রি বাবৎ ৩৪০০০/-হাজার ও ২০২৩-২৪ অর্থ বছরে টিউ শিন ফি বাবৎ সুপারের দুই কিস্তি ৫৬৬১০ টাকাসহ সর্বমোট ১লক্ষ ৪০হাজার টাকা আত্বসাৎ এর অভিযোগ রয়েছে।
সরে জমিন দেখা যায়,মাদ্রাসার কোন ক্লাশ
প্রতিবন্ধী কোন ছাত্রী নেই।
অভিযোগ কারী মাদ্রাসার সহকারী তত্ত্বাবধারক মোঃ নূরুল হক মন্ডলসহ সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ বলেন, মাদ্রাসার পরিচ্লনা কমিটির সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ বাহার ও অফিস সহকারী মোঃ হুমায়ুন কবীরের যোগ সাজসে অর্থ আত্বসাৎ করেন।
এ ব্যাপারে সুপার মাকসুদুল জাহান মোঃ নুহু মিয়া তার বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্বসাৎ এর আনিত অভিযোগ অস্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.