আনোয়ার হোসেন শাহীন ( স্টাফ রিপোর্টার)
ময়মনসিংহের গৌরীপুরে ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) পিতা পুত্র
দুই ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাই নগরী ও ছেলে ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরী কবর এই প্রথম বার উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান।
উপজেলার বোকাইনগরে কবরস্থানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাই নগরী ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওয়াদুদ বোকাই নগরী, লেখক গবেষক আনোয়ার হোসেন শাহীন,প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলা আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবিব হিরা,রিপোটার ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার কামরুল হাসান,ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাই নগরীর ছেলে আঃ ওয়াহাব বোকাইনগরী মনি,রফিক বোকাইনগরী,সাংবাদিক মাহফুজুর রহমান, রিপন প্রমূখ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আবু বকর।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান বলেন, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কবর সংস্কার এর উদ্যোগ নেয়া হচ্ছে।
উল্লেখ্য,তৎকালীন পাকিস্থানী সরকার ১৫৪ ধারা জারি করলে, গৌরীপুরের নেতৃবৃন্দ ৫৪ ধারা ভেঙ্গে চোঙ্গা ফুকিয়ে বাংলা ভাষার সপক্ষে প্রচার পত্র, বিতরন, পথ সভা,সমাবেশ, বিক্ষোভ মিছিল করে। তাছারা ২৩ফেব্রয়ারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গৌরীপুর ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকে তীব্রতর করে জনমত গঠন করে। এ কারনে গৌরীপুরের ১৯ ভাষাসৈনিক নামে হুলিয়া জারি করে এর মধ্যে ভাষা সৈনিক কলকাতার এসেম্বলির সদস্য আঃ ওয়াহেদ বোকাই নগরী ও ভাষাসৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরী নাম ছিল। ২৮ ফেব্রয়ারী ভাষাসৈনিক হাতেম আলী মিয়া,খালেদুজ্জাম, আঃ কুদ্দুস বোকাইনগরীকে পুলিশ গ্রেফতার করে।দীর্ঘ ৯ মাস কারাভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.