আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়। রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ ইব্রাহীম শেখ। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত করা হয়।
সুরেশ্বর দরবার শরীফের খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, সুরেশ্বর দরবার শরীফে বিশ্বের বিভিন্ন মুসলিম উম্মাহ’র সাথে মিল রেখে ও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী সাওয়াল মাসের প্রথম দিনে ঈদ-উল ফিতর উদযাপন ও ঈদের জামাত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
ইমাম মাওলানা মোঃ ইব্রাহীম শেখ বলেন, আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।
প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশ্বর দরবার শরীফ ( সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা প্রতিষ্ঠান) অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।
মহিলারা পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সকলের জন্য তোবারক বা খাবার পরিবেশন করা হয়।
#
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.