গাজীপুর জেলা প্রতিনিধি
হাফিজুল ইসলাম হৃদয়
অদ্য ১৭/১০/২০২৪ খ্রিঃ জিএমপি হেডকোয়ার্টারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম, মহোদয়ের সাথে গার্মেন্টস অফিসার এশোসিয়েশন গাজীপুর মহানগরীর নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অংশগ্রহণ করেন,বাংলাদেশ গার্মেন্টস অফিসার এশোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক, মু.ফারদিন হাসান হাসিব।
এসময় তিনি চলমান শিল্প কল-কারখানায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মাননীয় পুলিশ কমিশনার মহোদয় শিল্প কলকারখানা এবং শ্রমিকদের সমস্যা সমাধানে ও আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত ভাবে কাজ করার জন্য সকলকে আহবান জানান।
উক্ত সভায় কেন্দ্র ও গাজীপুর মহানগর গামেন্টস অফিসার এশোসিয়েশনের ০৭ সাত সদস্যদের টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.