গাংনী প্রতিনিধি- হুমায়ুন কবির
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন নামের এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
গাংনী পৌর এলাকার ৪ নং ওয়ার্ড চৌগাছা বিশ্বাস বাড়ি এলাকার স্থানীয় মিঠু জানান লিখন নামের এক যুবক গাংনী-সাহারবাটি সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে সাহারবাটির দিকে যাচ্ছিলেন পথিমধ্যে চৌগাছা এলাকায় বিশ্বাসবাড়ীর সামনে পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজি বাইকের ধাক্কায় লিখনের মাথায় প্রচন্ড আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয় এবং শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে ও ছিড়ে ছুটে যায়। স্থানীয় জনগন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নিহত লিখনের চাচা রহিদুল ইসলাম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পরে তার অবস্থার আরো অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এম্বুলেন্সে রাজশাহী মেডিকেল হসপিটালে রওনা হলে পাবনা রুপপুর এলাকায় তার মৃত্য হয়।
ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন নিহত লিখন বর্তমানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। লিখনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ বনী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.