হুমায়ুন কবির জুসেল
গাংনী, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম (১৪)মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে।
স্হানীয়রা জানান,মেহেরপুর কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া বাজারে মধুসূদন হোমিও ফার্মেসী নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাস আসছিলো। ট্রাক ও মাইক্রোবাসের মাঝ দিয়ে ওভারটেক করতে গেলে ইব্রাহিম মোটরসাইকেলটি নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়।গুরুতর অবস্হায় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তার মৃত্যু হয়।
ইব্রাহিম এর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.