ষ্টাফ রিপোর্টার-
ডক্টর সৈয়দ আলমগীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কর্পোরেট ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তার বিরুদ্ধে হওয়া মামলাটি মিথ্যে বানোয়াট ও গায়েবী । উক্ত মামলার হাজিরা দিতে আজ ঢাকা সি এম এম কোর্টে হাজির হন।৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বুঝা যাচ্ছে যে বিগত সরকারের আমলে অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য ও ব্যক্তি গণের প্ররোচনায় উপরোক্ত আসামীর নাম মামলায় জড়িত করা হয়। এটি সম্পূর্ণ হয়রানি মূলক মিথ্যে মামলা তাই আসামিকে উক্ত মামলা হতে অব্যাহতি দেওয়া আবশ্যক। আমরা তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.