শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ শিকারের আধিপত্য নিয়ে সংঘর্ষের পর ধনু নদ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধনু নদীর আশাখালি ও নাওটানা এলাকায় ভাসমান অবস্থায় এই মৃতদেহগুলো উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের পরিচয় হলো কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী এলাকার বজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩০), আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের রুস্তম আলীর ছেলে শহীদ মিয়া (৫৫), এবং মদন উপজেলার বাগজান গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রোকন মিয়া (৫২)।
গত শনিবার (৮ মার্চ) খালিয়াজুরী হাওড়ে ইজারাকৃত দুটি জলমহালের লুটের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ বিভিন্ন যানবাহনে এসে ধনু নদীর পাড়ে জমায়েত হয়। শিকারীদের হাতে মাছ ধরার উপকরণসহ দেশীয় অস্ত্র ছিল। রসুলপুর ঘাট দিয়ে ধনু নদী পারাপারের সময় স্থানীয়দের বাধার মুখে শিকারীরা রসুলপুর এলাকার দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায়, যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় রসুলপুরের বিক্ষুব্ধ জনতা শিকারীদের যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব সরকার মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
মাছ শিকার নিয়ে খালিয়াজুরীর এই সহিংস ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং স্থানীয় ও বহিরাগত শিকারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এই ঘটনায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সমাজে অশান্তি ছড়িয়ে দিয়েছে।