সংবাদদাতা :আবুল কালাম আজাদ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
হিন্দু হয়ে জন্মেছি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী করে ছেড়ে দেওয়ার জন্য – জয় শ্রীরাম
এমনই এক কুরুচিপূর্ণ ইসলামবিদ্বেষী বক্তব্য প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু মুসলিমদের ভেতরে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করে নিজের ফেসবুক আইডিতে ভাইরাল করে দিয়েছে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেল বাড়ি গ্রামের মানিক হালদার নামে( ২২) বছর বয়সী এক যুবক । মানিক হালদার নারিকেল বাড়ি গ্রামের আদিত্য হালদারের ছেলে।
এ বিষয়টিকে কেন্দ্র করে কোটালীপাড়ায় হিন্দু মুসলিমদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ ঘটনায় একই গ্রামের গিয়াস উদ্দিন শিকদারের ছেলে তাকিবুর সিকদার (২০) বাদী হয়ে আজ বৃহস্পতিবার মানিক হালদার সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে, কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ আমলে নিয়ে কোটালীপাড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১ নং আসামি মানিক হালদার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোটালীপাড়া থানা পুলিশ অভিযান টিম।
কোটালীপাড়া থানা মামলা নম্বর ০৬,১৪ নভেম্বর ২০২৪ ইং,
সাইবার নিরাপত্তা আইন ২০২৩।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৪ ইং তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় মানিক হালদার তাহার নিজ বসতবাড়িতে অবস্থানকালীন সময়ে তাহার ফেসবুক আইডি যাহার Facebook real id. Name Manik Halder
WWW.facebook.com /Manikins Halder.50364592 এবং Facebook fake ID name. Manik Halder . URL id WWW.facebook.com /profile.Php?il100087479440689 সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক আইডিতে আরো অসংখ্য পোস্ট ম্যাসেজ দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর মতো অপরাধ সংগটনের সহায়তা করার অপরাধ করেছে । এছাড়াও মানিক হালদার একজন হিন্দু সম্প্রদায়ের লোক হইয়া, মুসলমান সম্প্রদায়ের মেয়েদের নিকট নিজেকে মুসলমান পরিচয় দিয়ে তাহাদের সাথে সম্পর্ক তৈরি করে এবং এক পর্যায় তাদের সহিত অনৈতিক সম্পর্ক লিপ্ত হয় , তাহার প্রমাণাদি তাহাদের বিভিন্ন ফেসবুক /মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে। এছাড়াও মানিক হালদার তাহার মোবাইল দিয়ে ফেসবুক/ মেসেঞ্জার গ্রুপেের মাধ্যমে বিভিন্ন সময়ে উস্কানি মূলক পোস্ট করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে।
এ ব্যাপারে মানিক হালদারের পিতা আদিত্য হালদার বারীতে না থাকায় তার স্ত্রী নিপা হালদার বলেন আমার ছেলে না বুঝে অপরাধ করেছে, প্রশাসন যেন তাকে ক্ষমা করে দেয়। মানিক হালদারের কাকা যোগেন্দ্র হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই অপরাধের শাস্তি হওয়া উচিত । কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন , মানিক হালদার মুসলমান মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষ মূলক কথা বলে সাইবার অপরাধ করেছে এবং তাহা যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার আইডিতে বিভিন্ন গ্রুপে সরিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বড় ধরনের অপরাধ করেছে। এলাকার লোকজন এর সহযোগিতায় তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি । সাইবার অপরাধ আইনে মামলা নিয়ে কোর্টে প্রেরন করেছি ।