কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইয়ামিন (২৮) নামে এক চোরকে থানা হেফাজতে রেখেছে কেন্দুয়া থানা পুলিশ ।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে উপজেলার নওপাড়া ইউনিয়নের বর্মণপাড়ায় সজিবের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে সে । পরে সকালে স্থানীয় ইউপি সদস্য ও অন্যান্য লোকজন কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন । জানা যায়, ধৃত ইয়ামিন মোঃ রফিকুল ইসলামের ছেলে ও একই ইউনিয়নের জুরাইল গ্রামে তার বাড়ি ।
নওপাড়া বর্মণপাড়া মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র বর্মণ বলেন, রুপার কানের দুল, পঁচিশত টাকাসহ আটক করা হয় চোরকে । সজিবের রুমে চুরি করতে গিয়ে ধরা পড়ে সে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রথমে স্থানীয়রা আটক করে তাকে । ধৃত ইয়ামিন থানা হেফাজতে রয়েছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.