শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন ভূঞা।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও প্রতিষ্ঠানটির মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সম্মানিত সদস্য মোঃ হারেছ উদ্দিন ফকির, পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা প্রেসক্লাবের কার্যক্রমে গতি আনতে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.