জনতার দেশ ডেক্স রিপোর্ট: গতকাল ২৯ নভেম্বর শুক্রবার
কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আল আমিন খান এর আমন্ত্রনে ১১ নং চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রাম সফর করেন কেন্দুয়া- আটপাড়ার জননন্দিত নেতা
বিশিষ্ট শিক্ষাবিদ, বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর খসরু।
তিনি ছিলিমপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদের মুসুল্লি সহ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সকলের খোঁজ খবর নেন।তারপর বিকালে তার কেন্দুয়াস্হ বাসভবনে সর্ব স্হরের নেতা কর্মিদের সাথে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি কে বিজয়ী করতে সকল কে একসাথে মাঠে কাজ করার জন্য সুপরামর্শ দেন। এখানে উল্লেখ্য যে,ড.
সৈয়দ আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৬৩
নেত্রকোণা-৩ কেন্দুয়া - আটপাড়া থেকে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী।তার মতো উচ্চ শিক্ষিত, নির্লোভী সাদা মনের একজন
স্হানীয় নেতাকে পেয়ে দলমত নির্বিশেষে কেন্দুয়া- আটপাড়ার সাধারণ মানুষ খুবই উৎফুল্ল।বনেদি পরিবারের সন্তান ড. আলমগীর খসরু কে নিয়ে এবার নতুন করে বিএনপির হিসাব- নিকাশ শুরু হচ্ছে বলে এলাকা সূত্রে জানা গেছে।নির্ভেজাল,পরিচ্ছন্ন রাজনীতিক মানুষ হওয়ায় কেন্দুয়া- আটপাড়াতে এই বরেণ্য নেতার জনসমর্থন দিন দিন বেড়েই চলছে।আগামী নির্বাচনে তিনি বিজয়ী হয়ে একজন কেবিনেট মন্ত্রির পদ অলংকৃত করবেন এমনটাই প্রত্যাশা নেত্রকোণা তথা কেন্দুয়া - আটপাড়া বাসীর।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.