কেন্দুয়া-আটপাড়ার প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিলসহ ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনা-০৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের প্রাক্তন সাংসদ অসীম কুমার উকিল ও তার সহধর্মিণী, যুব মহিলা লীগের প্রাক্তন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মন্তাজ উদ্দিন।
মামলাটি ০১ ডিসেম্বর ২০২৪ সালে দ্রুত বিচার আদালত, নেত্রকোনার বিচারক আশরাফুনাহার প্রেরিত আদেশক্রমে কেন্দুয়া থানায় নথিভুক্ত করা হয়। মামলার নং ০৩। এজাহার অনুযায়ী, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মন্তাজ উদ্দিনের বাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মন্তাজ উদ্দিন এ ঘটনায় অসীম কুমার উকিল, অপু উকিলসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় অভিযোগ দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে যে, হামলাকারীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে, যার ফলে উল্লেখযোগ্য সম্পদহানি হয়।
মামলার বাদী দ্রুত বিচার দাবি করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, প্রধান আসামি অসীম কুমার উকিল ও অপু উকিলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাদের সমর্থকরা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। মামলাটির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রকাশকাল: ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.