শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ১১ বছর বয়সী এক কিশোরী অপহরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। অপহরণ ও গ্যাং র্যাপের অভিযোগে অটোচালক মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সোনিয়া আক্তার, কেন্দুয়া পৌরসদরের সাউধপাড়া এলাকার ভাড়াটিয়া নজরুল ইসলামের মেয়ে। গত ৭ মার্চ ২০২৫ তারিখে, সোনিয়াকে রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইল গ্রামে আত্মীয়ের বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে তার পিতা একটি অটোরিকশায় উঠিয়ে দেন। তবে এরপর থেকে সোনিয়ার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়, যার ফলে পরিবারটি উদ্বিগ্ন হয়ে পড়ে।
অনেক খোঁজাখুঁজির পর, কয়েকদিন পর সোনিয়া তার মাকে ফোন করে জানায় যে, সে অপহরণের শিকার হয়েছে। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে ১৯ মার্চ কেন্দুয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এর ঠিক একদিন পর, ২০ মার্চ সোনিয়া অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বাড়ি ফিরে আসে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধে জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”
স্থানীয়রা এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, এ ধরনের নির্মম অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আইনের সুশাসন নিশ্চিত করতে হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত
সোনিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে, এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.