শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বেলাটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে সান্দিকোনা ইউনিয়নের হরিগাতী মাইজহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে মো. হবি মিয়াকে (১৯)।
কেন্দুয়ায়
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এবং পেনাল কোড ৫০৬ ধারায় এই মামলা দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন হবি মিয়ার পিতা মো. হারুন মিয়া (৬০), ভাই মো. রবি মিয়া (২৫), চাচা জুলহাস মিয়া (৫০) এবং সুলতান মিয়া (৪০)।
বাদীর অভিযোগ অনুযায়ী, ৮ মার্চ ইফতারের পর ভিকটিম বাড়ির পেছনের বাথরুমে গেলে সেখান থেকে বের হওয়ার পর হবি মিয়া তাকে জোর করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিকটিমের ছোট বোনের চিৎকারে তার মা দ্রুত সেখানে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করেন। অভিযুক্ত পালিয়ে যায়।
স্থানীয় গ্রাম্য ডাক্তার বাবুল বলেন -ঘটনার একদিন পরে গ্রাম্য সালিসির আয়োজন করা হয়, যেখানে হবি মিয়ার সঙ্গে জড়িত অন্য একজন অভিযুক্ত মফিজুল (২৪) হাজির হয় এবং তার অপরাধ স্বীকার করে। তবে হবি মিয়া বা তার পরিবারের পক্ষ থেকে কেউ না আসায় সালিসি পেছানো হয়। পরবর্তীতে হবির পরিবারের অনুপস্থিতিতে উত্তেজিত জনতা তাদের বাড়িতে তালা লাগিয়ে দেয়।
অভিযোগ উঠেছে, তালা লাগানোর সময় হবির পরিবারের দুটি গরু, যার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা, নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ঘটনাটি শুরু থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।যদিও ঘটনার সঙ্গে দুইজন অভিযুক্তের নাম উঠে এসেছে, তবে মামলায় শুধুমাত্র হবি মিয়াকে আসামি করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.