শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে মেসার্স ঢাকা ব্রিকসের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ঢাকা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জব্বার হোসাইন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১)(২)(৩) অনুযায়ী ইটভাটার বিভিন্ন বিধি লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইটভাটায় পরিবেশ সংক্রান্ত বিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, "পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.