কেন্দুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ২ বছরের কারাদণ্ড
কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতা আবুল কাশেম আকন্দ
মাদক সেবনের দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে আরও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন, মো. তোফায়েল আহমেদ (৩৪)। তিনি উপজেলার চিরাং বাজার এলাকার বাসিন্দা।
ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, সোমবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় মো. তোফায়েল আহমেদকে আটক করা হয়। এ সময় গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়৷ পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওই যুবককে মোবাইল ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আবুল কাশেম আকন্দ ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.