কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ভাগ্নের হাতে মামার খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া নামক স্থানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলেও সন্ধ্যায় এ মৃত্যুর খবর পাওয়া যায় ।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ভাগ্নে মাজহারুল (২৫) তার মামা কাঞ্চন মিয়া (৫৫) কে গুরুতর আহত করে । পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল কাদির মিয়া বলেন, শুনেছি পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটে । তিনি আরো বলেন, কাঞ্চন মিয়ার বাড়ি পোড়াবাড়ি । তিনি খুব ভালো লোক ছিলেন ।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম মুঠোফোনে বলেন, মামা কাঞ্চন মিয়া পারিবারিক দ্বন্দ্বের মীমাংসা করতে ভাগ্নে মাজহারুল (২৫)কে গিয়ে শাসন করতে গেলে এই হত্যার ঘটনাটি ঘটে । যা পীড়াদায়ক ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
#কোহিনূর আলম,
০১৭১৮০৯০১১৭,
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.