শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদুল হাসান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আলামিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা সভায় অংশ নেন, যার মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, জামায়াতে ইসলামী আমির সাদেকুর রহমান, খেলাফত ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাইন উদ্দিন এবং উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার।
আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান। বক্তারা পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের চিহ্নিত করে তাঁদের পরিবারের খোঁজখবর রাখার আহ্বান জানান।
সভাপতি ও ইউএনও জনাব ইমদাদুল হক তালুকদার বলেন, "দেশের বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান দিয়ে তাঁদের লালন করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের ত্যাগের ইতিহাস স্মরণ করে।" সভার শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানটি বুদ্ধিজীবী দিবসের গুরুত্বকে উপজীব্য করে একত্রিত হওয়া জনসাধারণের মধ্যে দেশের প্রতি ভালোবাসা এবং ইতিহাসের বেদনাদায়ক অধ্যায়গুলো স্মরণের প্রতি প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.