নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব প্রশিক্ষণ সনদপত্র, প্রশিক্ষণ ভাতা ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। যুব উন্নয়নের উদ্যোক্তা হুমায়ূন কবীর রিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, উদ্যোক্তা শুভ চৌধুরী প্রমুখ। শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি শোভাযাত্রা বের করা হয়।