শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে মুসলমানদের উপর ইসরায়েল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রবিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাউদপাড়া এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলটি বাসস্ট্যান্ড হয়ে সাজিউড়া মোড় ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন আবু রায়হানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতারা।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময় দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তাদের অবস্থান তুলে ধরতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.