শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মোঃ নূরুল আমিন নূরু (৪০) নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার থেকে অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামে ভুক্তভোগীর পরিবার এ অভিযোগ করেন। নূরুর পরিবার দাবি করছে, তাকে পূর্ব পরিকল্পিতভাবে গুম করা হয়েছে।
নিখোঁজ নূরুল আমিনের স্ত্রী ডেইজি আক্তার (৩৫) জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের বাসিন্দা এডভোকেট রফিকুল ইসলাম, সবুজ মিয়া, লিলু এবং সাইদুলের সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। তারা তাকে মেরে ফেলার হুমকি দিত। গত সোমবার (১৭ মার্চ) গভীর রাতে প্রতিবেশী মোঃ সিদ্দিক ভূঞার ছেলে রবিকুল ইসলাম নূরুকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নূরুর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ডেইজি আক্তার আরও বলেন, “আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমার স্বামীকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।”
এদিকে, নূরুল আমিনের বড় ভাই সাইফুল ইসলাম, বাবা হাজী শামসুদ্দিন এবং ছেলে ইয়াসিনও একই অভিযোগ করেছেন। তাদের বিশ্বাস, নূরুর নিখোঁজের পেছনে রফিকুল ইসলামসহ অন্যরা জড়িত থাকতে পারে।
রবিকুল ইসলাম, যাকে নিয়ে নূরুকে ডেকে নেয়া হয়েছিল, সে ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে সন্দেহ আরও তীব্র হয়েছে। রবিকুলের স্ত্রী শিল্পী আক্তার (৩৪) জানান, “ঘটনার রাতে নূরু (কাকা) আমাদের বাড়িতে আসেননি। আমার স্বামী রবিকুল, লিলু, আয়নাল, ইদ্রিস ও হাকিম সেদিন রাত আড়াইটা পর্যন্ত ফিসারিতে কাজ করছিলেন। এর বেশি কিছু আমি জানি না।”
পূর্ব শত্রুতার মামলার বাদী এবং নিখোঁজের অন্যতম অভিযুক্ত সবুজ মিয়া বলেন, “নূরু আমার ভাতিজা এবং আমাদের মধ্যে বিরোধ ও মামলা রয়েছে, তবে গুমের অভিযোগ মিথ্যা।”
নিখোঁজের ঘটনায় সবচেয়ে বেশি সন্দেহের তীরবিদ্ধ এডভোকেট রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গত ১৮ মার্চ নূরুল আমিনের স্ত্রী ডেইজি আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসআই মোঃ শফিউল আলমকে (নিরস্ত্র) তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জিডির নং-৮৩৯, যেখানে ঘটনাটি নূরুকে অজান্তে হারিয়ে যাওয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।
এখনো নূরুল আমিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.