👤কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শুভ বিজয়া দশমী শেষে দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সারা দেশের মতো সমাপ্তি হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা ।
রবিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যায় উপজেলার তেরোটি ইউনিয়নের এগারোটি ইউনিয়নে ও ১টি পৌরসভাসহ মোট ৩৬টি পূজামণ্ডপের বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয়া দুর্গোৎসব ।
এ দিকে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন বাঙালি হিন্দু ধর্মালম্বীরা । অন্যদিকে বিসর্জন শুরু হয়ে যাওয়ায় মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায় ও বিষাদের করুণ ধ্বনি ।
তিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা বলেন, দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় হোক এবং সবার জীবনে শান্তি বয়ে আসুক সেই প্রত্যাশা করি ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, খুব শান্তিপূর্ণভাবে শারদীয়া দূ্র্গোৎসব শেষে দেবীদূর্গার বিসর্জন শুরু হয়েছে । দু' একটা হয়তো বিসর্জন দিতে একটু দেরি হতে পারে ।
এই বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইতোমধ্যে বিসর্জনের কার্যক্রম শুরু হয়েছে । আশা করি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.