কেন্দুয়া (নেত্রকোনা) থেকে এ, কাশেম আকন্দ
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছিল শতকবির মিলন মেলা এবং গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শনিবার (৩০ নভেম্বর) শীতের সকালে কান্দিউড়া ইউনিয়নের গোগ বাজার এলাকায় আয়োজিত এ মিলনমেলায় ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত কবিসাহিত্যিক ও গুণীজনসহ উপস্থিত ছিলেন স্থানীয় কবিসাহিত্যিক ও পাঠকেরা। যা চলে গভীর রাত পর্যন্ত।
স্থানীয় চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মীর্জা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়ক রহমান জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এ মিলনমেলায় ১০০ জন কবি অংশ নিয়েছেন।
শতকবির এ মিলনমেলায় কবিদের স্বরচিত কবিতা পাঠ, অভিনয়, নাটক, গানসহ সাংস্কৃতিক আয়োজন ছিল।
তিনজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ অনুষ্ঠানের পক্ষ থেকে গুনীজন সম্মাননায় কেন্দুয়ার সন্তান প্রখ্যাত কবি ও শিল্পী কুদ্দুস বয়াতী, প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার এবং বাউল শিল্পী সালাম সরকারকে সম্মাননা পদক তুলে দেন কেন্দুয়ার চর্চা সাহিত্য আড্ডা।
সবশেষে রাতে শিল্পী কদ্দুস বয়াতী, বাউল শিল্পী সুনীল কর্মকার ও সালাম সরকারের গান ও কিচ্ছা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.