শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় চাঁদ তারা মুড়ির কোম্পানির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দুয়া পৌরসভার আরামবাগ এলাকায় অবস্থিত আবু সাদেক অটো রাইস মিলের বিশেষ ভবনে “মেসার্স নিলয় এন্টারপ্রাইজ” নামে এই নতুন মুড়ি মিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন কেন্দুয়া বাজারের বিশিষ্ট ধানের ব্যবসায়ী মাওলানা রফিকুল ইসলাম। মিলাদ ও দোয়া শেষে অতিথিদের জন্য তবারক হিসেবে বিরিয়ানি পরিবেশন করা হয়। এরপর ফিতা কেটে দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল মিলটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া বাজারের বিশিষ্ট ধানের ব্যবসায়ী আঃ ছালাম, আইয়ুব আলী, হুমায়ুন কবির, বিএনপি নেতা আঃ রাজ্জাকসহ শতাধিক ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলের প্রোপ্রাইটর নয়ন গুন তার বক্তব্যে জানান, “কেন্দুয়া একটি ঐতিহ্যবাহী উপজেলা হলেও এখানে ভালো মানের কোনো মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল না। আবু সাদেক অটো রাইস মিল পরিচালনার পাশাপাশি আমি এই প্রথম মা মুড়ির মিলের উদ্বোধন করলাম। আশা করি, এই উদ্যোগ কেন্দুয়ার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কেন্দুয়া উপজেলায় চাঁদ তারা মুড়ির কোম্পানির এই নতুন প্রতিষ্ঠান এলাকার অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.