শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাও কান্দাপাড়ায় শুক্রবার সকাল ১২ ঘটিকায় একটি খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ধরা নিয়ে নিহত আবুল কালামের স্ত্রী জোৎসনা আক্তার ও ভাতিজা লিটন মিয়ার (৩৫) মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে, আবুল কালামের ছেলে মারুফ মিয়ে লাঠি দিয়ে লিটন মিয়ার মাথায় আঘাত করে যার প্রেক্ষিতে লিটনের সাথে চাচা আবুল কালাম ও ছেলে মারুফের হাতাহাতি হয়। পরবর্তিতে লিটন তার মাথায় আঘাত নিয়ে কেন্দুয়া হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গিয়ে জানতে পারে যে তার চাচা আবুল কালাম নিহত হয়েছেন। ঘটনার সংস্লিষ্টতার দরুন কেন্দুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।
এদিকে চাচা আবুল কালাম কেন্দুয়া হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে নিহত হন।
অন্যদিকে ঘটনার পরপরই কেন্দুয়া থানা পুলিশ দ্রুত লিটন কে গ্রেফতার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মিজানুর রহমান জানান, দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
নিহত আবুল কালামের স্ত্রী জোছনা আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভাতিজা লিটনের ফাসির দাবি জানিয়েছেন।