শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দুই কৃষকের গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
প্রথম ঘটনায়, গাড়াদিয়া গ্রামের মৃত নুরু হোসেন ভূইয়ার ছেলে কৃষক চাঁন মিয়া ভূইয়ার গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি হয়। চাঁন মিয়া জানান, রাত ১টা পর্যন্ত তারা সজাগ ছিলেন। এরপর ভোররাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে ১টি গাভীসহ বাছুর, ১টি গর্ভবতী গাভী এবং ২টি বকনা বাছুর নিয়ে যায়। এতে তার আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
চাঁন মিয়ার ছেলে শাহ আলম জানান, সাধারণত তার ছোট ভাই গোয়াল ঘরে রাতযাপন করেন, তবে শুক্রবার রাতে তিনি বাড়িতে ঘুমান। ফজরের নামাজের সময় উঠে তারা দেখতে পান, গোয়াল ঘরের দরজা খোলা এবং পাঁচটি গরু চুরি হয়ে গেছে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
একই রাতে একই গ্রামে মৃত আসন আলীর ছেলে কৃষক আব্দুস সাত্তারের গোয়াল ঘর থেকেও পাঁচটি গরু চুরি হয়। আব্দুস সাত্তার জানান, রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়ার পর তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখতে পান গোয়াল ঘরের তালা ভাঙা এবং ভেতরের ১টি গর্ভবতী গাভী, ১টি বাছুরসহ গাভী, ১টি বকনা বাছুর এবং ১টি ষাঁড় বাছুর চুরি হয়ে গেছে। এতে তার আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
কেন্দুয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গরু চুরির ঘটনা বন্ধে পুলিশ বদ্ধপরিকর এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.