শাহ আলী তৌফিক রিপন ( বিশেষ প্রতিনিধি)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ডিবি পুলিশের (পশ্চিম) অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া এলাকার মোঃ ফয়সাল মিয়া (৩৩) ও মোঃ সুকন মিয়া (২৮)।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় একই গ্রামের আরেক মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া পালিয়ে যায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান, এই গ্রেফতার অভিযানটি সম্পূর্ণভাবে ডিবি পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং সব ধরনের তথ্য ও আলামত তাদের কাছেই রয়েছে।
নেত্রকোণা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আরমান আলী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে এই অভিযান পরিচালনা করেছি। দুইজনকে গ্রেফতার করা সম্ভব হলেও উজ্জ্বল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।