কেন্দুয়া (নেত্রকোনা)থেকে এ,কাশেম আকন্দ
সারা দেশে এক যোগে আলিম পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
ফলাফলে দেখা যায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা থেকে এবছর আলীম পরীক্ষায় ৫ মাদ্রাসার মধ্যে ৪ মাদ্রাসা থেকেই শতভাগ পাস করেছে। এর মধ্যে ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে ১০০%,রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা থেকে ১০০%,গন্ডা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১০০% এবং মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা থেকে ১০০% পাস করেছে।
আর জিপিএ – ৫ পেয়েছে ২৪ জন।এর মধ্যে ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে ১৩ জন,,রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা থেকে ০১ জন, মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা থেকে ০৭ জন এবং রাজঘাট ডিইউ আলীম মাদ্রাসা থেকে ০৩ জন জিপিএ -৫ পেয়েছে।
এবছরের আলিম পরীক্ষার সার্বিক ফলাফলে দেখা যায় উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৪ জন। পাসের হার ৯৭.৭৫%।
মাদ্রাসা ভিত্তিক ফলাফলে দেখা যায় ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে ৫৫ জন, পাস করে ৫৫ জন। পাসের হার ১০০%। ,রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ গ্রহন করে, পাস করে ৩৪ জন,পাসের হার১০০%,গন্ডা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৮ জন এবং পাসের হার ১০০%। মনকান্দা এমইউ আলিম মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৩৪ জন এবং পাসের হার ১০০% এবং রাজঘাট ডিইউ আলীম মাদ্রাসা থেকে ৩৭ জন অংশ নিয়ে পাস করে ৩৩ জন। পাসের হার ৯৭.০৬ %।
ভরাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাদেক জানান মাদ্রাসার এই ফলাফলে আমরা খুবই খুশি। ভবিষ্যতে আমাদের এই ফলাফল যেন অব্যাহত থাকে সেই চেষ্টা থাকবে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন এবছর আলিম পরীক্ষায় চারটি প্রতিষ্ঠান থেকে শতভাগ �