কেন্দুয়ার হুমায়ূন আহমেদ অর্ক জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার হুমায়ুন আহমেদ অর্ক জেলা জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)'র সভাপতি নির্বাচিত হয়েছেন ।
গত শনিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, মহাসচিব সফিকুল ইসলাম ও চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ (ফাইজাল) স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হোন ।
হুমায়ূন আহমেদ অর্ক মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করলেও বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভার ৮নং ওয়ার্ড শান্তিবাগের স্থায়ী বাসিন্দা । তাঁর বাবা তৌহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত ইউপি সচিব । তিন ভাই এক বোনের মধ্যে তিনি (অর্ক) দ্বিতীয় ।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত রয়েছেন তিনি । ১ সেপ্টেম্বর ২০২২ সালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুলিবিদ্ধ হোন । তবুও হাল ছাড়েন নি । বর্তমানে তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে । তাছাড়া ময়মনসিংহ বিভাগের জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের
পদেও রয়েছেন অর্ক ।
হুমায়ূন আহমেদ অর্ক একান্ত সাক্ষাৎকারে বলেন, অনলাইন-অফলাইন দুই ক্ষেত্রেই আমরা জিয়া সাইবার ফোর্সের প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছি । বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকে যখন গলা চেপে ধরে রাখা হয়েছিলো তখন আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি । সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার স্বৈর সরকার যখন ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে দেশের মানুষকে জিম্মি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাতে থাকে তখনও আমরা ভিপিএন ও অন্যান্য সোর্স ব্যবহারের মাধ্যমে অনলাইনে ও অফলাইনে বিভিন্ন তথ্য-উপাত্ত জনসম্মুখে নিয়ে আসি । মূলত নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক সুশাসন নিশ্চিতকরণের ভেতর দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ।
উল্লেখ্য উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক চঞ্চল খান ইমন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এয়াকিন হাসান ফকির রোহানের নামোল্লেখ করতঃ আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ঘোষিত নব গঠিত কমিটির প্যাডে এবং জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
#কোহিনূর আলম,
০১৭১৮০৯০১১৭
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.