কেন্দুয়ার কৃতি সন্তান ড. সৈয়দ আলমগীর এমবিএ একুশে টিভির সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪ গ্রহণ করলেন
শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৪: একুশে টিভি আয়োজিত সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪-এর সম্মানিত পুরস্কার গ্রহণ করেছেন কেন্দুয়ার কৃতি সন্তান ডক্টর সৈয়দ আলমগীর এমবিএ, যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সম্মানজনক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার সেরাটন হোটেলে।
ড. সৈয়দ আলমগীর এমবিএ তার কর্মজীবনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান। তাঁর অর্জন কেন্দুয়াসহ পুরো দেশের মানুষের জন্য গর্বের বিষয়। তিনি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেজর সিদ্দিক সাহেব এবং বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মজনু রহমান খন্দকার। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বক্তারা তাঁদের বক্তব্যে ড. সৈয়দ আলমগীরের বিভিন্ন সফলতা ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড হলো বাংলাদেশের অন্যতম সম্মানজনক পুরস্কার, যা বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদেরকে তাঁদের অবদানের জন্য প্রদান করা হয়। ড. সৈয়দ আলমগীর এমবিএ এই পুরস্কার পেয়ে তাঁর কাজের প্রতি আরও অঙ্গীকারবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এই পুরস্কার কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ড. আলমগীরের অবদানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন কেন্দুয়ার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.