শাহ আলী তৌফিক রিপন ,বিশেষ প্রতিনিধি :
নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের চেংজেনা এলাকায় একটি ফিসারিতে ডাকাতির ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ অফিস সাব-স্টেশন সংলগ্ন ফিসারিতে গত শুক্রবার গভীর রাতে মুখোশধারী ডাকাতদল হামলা চালায়। এ ঘটনায় ফিসারির পাহারাদার মোঃ রাকিব মিয়া (১৭) এবং ওয়ার্কশপ মেকানিক মোঃ হেলিম মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ফিসারির পাহারাদার মোঃ রাকিব মিয়া, পিতা- মোঃ সঞ্জু মিয়া (৫৫), সাং-সায়েতপুর, রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল ফিসারিতে ঢুকে রাকিবকে ঘুম থেকে তুলে তার হাত-পা বেঁধে ফেলে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এরপর ডাকাত দল মোটরসাইকেলে সায়েতপুর থেকে মাসকা দিকে যাওয়ার পথে ওয়ার্কশপ মেকানিক মোঃ হেলিম মিয়া (২৫), পিতা-আব্দুল হাই, সাং-দিঘলী, কৃষ্ণরামপুরের ওয়ার্কশপ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা রাস্তার দুই পাশে মোটা রশি দিয়ে তার মোটরসাইকেলের পথরোধ করে। হেলিমকে জোরপূর্বক রাস্তা থেকে টেনে ফিসারি ঘরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখে এবং তার কাছ থেকে ২-৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
হেলিম মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে, গালে, ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসতে শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন হেলিম মিয়াকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের বিশেষ টিম কাজ করছে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।