কেন্দুয়ায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: সামাজিক ও ধর্মী
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সামাজিক, ধর্মীয় এবং প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, যিনি উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি সমাজে অপরাধ প্রবণতা এবং বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ আবদুল হাই সেলিম তার বক্তব্যে সমাজে সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সম্প্রীতি বজায় রেখে সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”
প্রফেসর লুৎফর রহমান এবং কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন উদিচি কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার সভায় বক্তব্য রাখেন। তারা সমাজের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো নিয়ে আলোচনা করেন।
সভায় কেন্দুয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করা বিভিন্ন সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দৈনিক দিনকাল পত্রিকার কেন্দুয়া প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাংবাদিক কোহিনুর আলম তাদের বক্তব্যে সমাজে গণমাধ্যমের ভূমিকা এবং সঠিক তথ্য পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার আলামিন সরকার, মৎস্য কর্মকর্তা হুমায়ুন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুঁইয়া মজুন, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার সভায় সমাজের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কেন্দুয়া পৌরসভার বিভিন্ন অব্যবস্থাপনা, বিশেষ করে মল্লিক ভিলার অবৈধ দখল, এবং অটোরিকশা চালকদের অনিয়ম। এছাড়াও, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা এবং নেশাজাতীয় দ্রব্যাদির ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে তার দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও সামাজিক শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। কেন্দুয়া প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা স্থানীয় সাংবাদিকদের জন্য উল্লেখযোগ্য ছিল।
সভাটি কেন্দুয়া উপজেলায় সামাজিক, ধর্মীয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.