ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী ) সংবাদদাতা : সাগরকন্যা কুয়াকাটায় কোরআনের পাখি হাফেজদের এবং বয়স্কদের উৎসাহিত ও অনুপ্রানিত করার লক্ষ্য দ্বিতীয় বারের মত কুয়াকাটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে" কুয়াকাটা উপকূলীয় হিফজুল কোরআন" প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টায় কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠান মোঃ নিজাম উদ্দীন, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়'র সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন, খতিব কুয়াকাটা কেন্দ্রিয় জামে মসজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা এসি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাঈনুল ইসলাম,কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মুহাম্মদ ফারুক মীর ,জামায়েত ইসলামি কুয়াকাটা পৌর শাখার আমির মো.শহিদুল ইসলাম, কুয়াকাটা ইভেন ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক হোসাইন আমির,জামায়েত ইসলামি কুয়াকাটা পৌর শাখার সেক্রেটারী মোঃ আল আমিন,পেশ ইমাম- কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের হফেজ মোহাম্মদ মুবাশ্বের হোসেন ,অথিতি হিসেবে মঞ্চে ছিলেন সাংবাদিক,জনী আলমগীর,জাকারিয়া জাহিদ এবং ভিবিন্ন মাদ্রাসার প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বেলালা হোসাইন,ইমাম ও খতিব আলীপুর কেন্দ্রিয় জামে মসজিদ, হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলাম,পরিচালক তারবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা,কলাপাড়া,কারী নজরুল ইসলাম ,ঈমান কুয়াকাটা এসি মসজিদ, মোঃ শহিদুল ইসলাম শিক্ষাক চরপাড়া হাফিজি মাদ্রাসা, চর চাপলী।
বক্তারা বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকান্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য উক্ত প্রতিযোগিতায় ২০ টি প্রতিষ্ঠানের ১২০ জনের অধিক প্রতিযোগি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক পরিচালনা কমিটি।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.