👤 কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি- আব্দুল হালিম
দখলদার ইসরাইল কর্তৃক গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে 'তরুণ আলেম প্রজন্ম, কিশোরগঞ্জ' এর উদ্যোগে আগামী ৭ অক্টোবর কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য “আন্তর্জাতিক হুরমতে আকসা কনফারেন্স” সফল করার লক্ষ্যে আল-আকসা ( দাওয়াতী) র্যালীর আয়োজন করা হয়।
ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরতা বন্ধের আহ্বান করে তরুণ আলেম প্রজন্মের নেতারা বক্তব্য দেন। মাওলানা আরাম খন্দকার বক্তৃতা কালে সকলের উদ্দেশ্যে ৭ অক্টোবর সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য 'হুরমতে আকসা কনফারেন্স'এ উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। র্যালী শেষে আরো বক্তব্য রাখেন, মাওলানা সাইয়েদ সিরাজুল হুদা, মুফতি ইলিয়াস কাসেমী প্রমুখ।
৫ অক্টোবর ২০২৪, শনিবার, বাদ আছর শহিদী মসজিদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে পুরানথানা এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ, ফিলিস্তিন ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে র্যালী সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.