ফোরকানুল ইসলাম, কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পৌর শাখার ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপি-এর উদ্যোগে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ সভাটি বৃহস্পতিবার বিকাল ৩ টায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বি এন পির সভাপতি মো. আ. খালেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিনের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ুন শিকদার। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজী মো. ফারুক। প্রধান বক্তা ছিলেন মুসা তাওহীদ নান্নু মুন্সি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. ইমরান বিশ্বাস, সিনিয়র সহসভাপতি, কলাপাড়া পৌর বিএনপি,রাশেদ মোশাররফ কল্লোল, আহ্বায়ক, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল,মো. জাকির হোসেন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি,
মো. নুরে এলাহী, সদস্য সচিব, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল,মো. কামরুজ্জামান কাজল তালুকদার, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি,মো. তারেক আনাম সুমন, সাংগঠনিক সম্পাদক, কলাপাড়া পৌর বিএনপি,
মো. নাসির উদ্দিন মোল্লা মিন্টু, সভাপতি, কলাপাড়া পৌর শ্রমিক দল,মো. শোয়েবুর রহমান শোয়েব, সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর শ্রমিক দল,নাসির উদ্দিন আহমেদ রতন, সহসভাপতি, কলাপাড়া পৌর যুবদল,মো. জসিম উদ্দিন মল্লিক, সভাপতি, কলাপাড়া পৌর কৃষক দল,
মো. রাসেল কবির মুরাদ, আহ্বায়ক, কলাপাড়া উপজেলা যুবদল,মো. ফোরকান তালুকদার, যুগ্ম আহ্বায়ক, কলাপাড়া পৌর যুবদল,মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, কলাপাড়া পৌর কৃষক দল,মো. আসাদুল বিশ্বাস, সভাপতি, কলাপাড়া পৌর মৎস্যজীবী দল,মো. মামুন বিশ্বাস, আহ্বায়ক, কলাপাড়া পৌর যুবদল,
সভায় বক্তারা দলকে সুসংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে সকল অংগ ও সহযোগী সংগঠনকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, জাতীয় রাজনীতিতে দলের শক্তি বৃদ্ধির জন্য স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত ও সুদৃঢ় করার লক্ষে জন সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দলের কার্যক্রমকে তরান্বিত করতে হবে।
এ. বি এম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষে সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থেকে দলীয় কর্মীদের উউজ্জীবিত করেন এবং ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের ব্যাপারে আলোচনা করেন।
সমাবেশের গুরুত্ব
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সাংগঠনিক কার্যক্রম দলের মূল ভিত্তি তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করবে এবং রাজনৈতিক বিভিন্ন সংকট মোকাবেলায় মোকাবিলায় সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.