ফোরকানুল ইসলাম , কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাভিশন সাংবাদিক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদককে হত্যাচেষ্ঠায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়ায় অবস্থিত সাংবাদিক সংগঠণগুলো।কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় কলাপাড়া প্রেসক্লাব সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা বাংলাভিশন প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে বেধড়ক কুপিয়ে হাতের রগ কর্তনসহ হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কলাপাড়ায় অবস্থিত কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া সাংবাদিক ক্লাব, কলাপাড়া সাংবাদিক ফোরাম সহ সাংবাদিক ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ওই মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য জাহিদ রিপন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল মোল্লা, মহিপুর প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান রিপন, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গির আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নাননু, যুবদল সিনিয়র যুগ্ম আহব্বয়ক হারুন অর রসিদ, যুবদল আহব্বয়ক স্বজল বিশ্বাস, পৌর সেচ্ছা সেবক দলের আহব্বয়ক রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা সেচ্ছা সেবক দলের আহব্বয়ক ঢালি মো. রুহুল প্রমূখ।
বক্তারা বলেন, কুয়াকাটা প্রেসক্লাব এর দেয়া তিনদিনের মধ্যে বর্বর, নৃশংস এই হামলায় জড়িত সন্ত্রাসী গ্রেপ্তারের আলটিমেটাম শেষ হতে চলছে, প্রশাসন এখনও কোন হামলাকারী গ্রেপ্তার করছে না।বক্তারা আরও বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করুন, অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে মিরনের ওপর সশস্ত্র হামলা চালায় । তাকে বেধড়ক কুপিয়ে এক হাতের রগ কেটে দেওয়া হয়। অপর হাতের কব্জি বরাবর কুপিয়ে মারাত্মক জখম করা হয়। মাথা,চোখ, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরিবারের দাবি হত্যার টার্গেট নিয়ে মিরনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনসহ স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। সেখান থেকে বুধবার ভোরে ঢাকায় নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা আরো জানান, মিরন ঢাকা থেকে মঙ্গলবার মধ্য রাতেই ফিরেছেন। গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।মিরন ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, বিভিন্ন সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.