ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা
সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় অপ্রীতিকর এক ঘটনায় জড়িত থাকার অপরাধে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী মুচলেকা দিয়ে প্রাথমিক ভাবে ক্ষমা পেয়েছেন।
শিক্ষার্থীরা হলো উপজেলার নাচনাপাড়া এলাকার মো.শামীম হেসেনের ছেলে মো.সায়েদ, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে মো.সিয়াম এবং লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের মো.সোহাগ তালুকদারের ছেলে মো.সিহাব। এরা তিনজনই ওই স্কুলের এস,এস,সি ভোকেশনসলের পরীক্ষার্থী।
সম্প্রীতি, স্কুল ক্যাম্পাসে এবং এর বাইরে ওই তিন শিক্ষার্থী তাদের জুনিয়র দুই ছাত্রীকে বিপদে ফেলতে কৌশলে দু'টি ভিডিও চিত্র ধারন করে তা ফেইসবুকে শেয়ার করে। যা চরমভাবে স্কুল এবং ছাত্রী অভিভাবকদের বিপাকে ফেলে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ আমলে নিয়ে শিক্ষকদের তিন সদস্য'র একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ঘটনার সাথে সংশ্লিষ্টের সনাক্ত করতে সক্ষম হয়।
পরে স্কুল কর্তৃপক্ষ তাদের ভর্তি বাতিল সহ তাদের টি.সি দেয়ার সিদ্বান্তে উপনীত হয়।
পরে বৃহস্পতিবার অপরাধীরা তাদের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পৃথক পৃথক আবেদন করে যাতে আসন্ন এস,এস,সি পরীক্ষার ফরম পূরনের সুযোগ পেতে পারে। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে পৃথক পৃথক মুচলেকা দিয়ে প্রথম বারের মত ক্ষমা পায় তারা।
এ ব্যাপারে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, কোন প্রকার অন্যায় বরদাস্ত করা যাবে না। ভবিষ্যতে এরকম কোন ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া যাবে না।
###
ফোরকানুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.