ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত পাটের পরিবর্তে উচ্চ ফলনশীল পাট জাতীয় কেনাফ ও কেনাফ শাকের বীজ উৎপাদন জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রে বিজেআরআই অঙ্গ পার্টনার প্রকল্পের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিজেআরআই খামার ব্যবস্থাপনা ইউনিট এর পিসও কৃষিবিদ ড.মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিজেআরআই’র সিএসও কৃষিবিদ ড. গোলাম মোস্তফা, কৃষিবিদ ড.এ কে এম শাহাদাৎ হোসেন ও বিজেআরআই’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও কৃষিবিদ মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, রাস কিটনাশক এবং নিড়ানী ছাড়াই লবণাক্ত ও অনুর্বর জমিতে কেনাফ ফলন ভালো হয়। কেনাফ চাষ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন। তাই কৃষকদের অনুর্জবমিতে উচ্চ ফলনশীল কেনাফ চাষাবাদের পরামর্শ দেন তারা।