ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আঞ্চলিক পর্যায়ের শাপলা কাব অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এর মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৮ ফেব্রুয়ারী) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩টি ইউনিটের ৩০ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় এবং মাধ্যমিক পর্যায়ের ৪টি ইউনিট থেকে ৩১ জন শিক্ষার্থী এ মূল্যায়নে অংশ নেয়। এ মূল্যায়ন পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা স্কাউট লিডার শ্যামল কৃষ্ণ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্কাউটস এর সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, সহকারী লিডার ট্রেনার, ইকবাল বাশার খান, সাবেক সহকারী কমিশনার মো.মোয়াজ্জেম হোসেন। খেপুপাড়া মহিলা কলেজ’র শরীরচর্চা শিক্ষক কল্যাণী মুখার্জি, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন, বাদুরতলী কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফ্লোরা ইয়াসমিন নিসু, লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি খান প্রমুখ।
উভয় পরীক্ষায় অংশ নেয়া মোট ৬১ জন শিক্ষার্থীদের মৌখিক, ভাইভা এবং সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে মূল্যায়ন করা হয়।